“পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে, কাদের”
রউফুল আলমঃ
বিএনপি ১৩ বছর খরার পর আন্দোলনে এখন একটু বৃষ্টি দেখছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। বিএনপির উদ্দেশ্যে তিনি আরও বলেন, ১৩ বছর ধরে আন্দোলনে খরা। এখন একটু বৃষ্টি দেখতে পাচ্ছে। অতীত ভুলে যাবেন না। আজ (২৩ অক্টোবর) রবিবার রাজধানীর বিআইসিসিতে মেট্রোরেল লাইন-১ চুক্তি স্বাক্ষর শেষে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সেফ এক্সিট বিএনপি নেতাদের দরকার, ফখরুল সাহেবের দরকার, আওয়ামী লীগের দরকার নেই। আওয়ামী লীগের নেতাকর্মীরা ফাইটার, তারা এক্সিট করবে না।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় এখানেও সেভাবে নির্বাচন হবে।
যাদের কাছে নালিশ করেন তাদের দেশেও তত্ত্বাবধায়ক নাই। আর টেমস নদীর পাড় থেকে যিনি নির্দেশ দেন, তিনি পালিয়েছেন। দেশে ফেরার সৎ সাহস পেলেন না তিনি।
মোঃ রউফুল আলম
০১৭৭৪৪০৭৬৬৬
তারিখঃ২৩/১০/২২