সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার লালমনিরহাট
ঘটনাস্থল : পাটগ্রাম থানাধীন পাটগ্রাম ইউপির ধবসতী মৌজাস্থ খানপাড়া উচা ব্রীজ এর দক্ষিণ পার্শ্বে বুড়িমারী লালমনিরহাট গামী রেললাইনের পাড় ।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ-মোছা: মমতা (৪০), পিতা মৃত : বদির উদ্দিন শ্রবন ও বাক প্রতিবন্দি অদ্য ২৪/০৪/২০ খ্রি: বেলা অনু ১১.৩০ ঘটিকায় রেল লাইন ধরে হাঁটার সময় পার্বতীপুর হতে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ট্রেনের ধাক্কা লাগিয়া মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হইয়া ঘটনাস্থলে নিহত হন। সংবাদ পাওয়া মাত্র পাটগ্রাম থানা পুলিশ/পাটগ্রাম উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ হেফাজতে গ্রহণ করেন এবং লালমনিরহাট জিআরপি পুলিশকে সংবাদ দেন।
নিহত ব্যক্তির নাম ও ঠিকানা :মোছাঃ মমতা (৪০),
পিতা মৃত বদির উদ্দিন,সাং : ধবলসতী (খানপাড়া),ডাকঘর : ধবলসতী,থানা : পাটগ্রাম।জেলা : লালমনিরহাট।
পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা গ্রহণ ও আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। রেল চলাচল স্বাভাবিক রয়েছে। এবং
থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য : নিহত মমতা শ্রবন ও বাক প্রতিবন্ধী। কানে না শোনার কারণে রেলের শব্দ না পাওয়ায় রেলের ধাক্কায় মাথা ও ধন মুখমন্ডলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রেল লাইনের পার্শ্বে ছিটকে পড়ে। ঘটনাস্থলের পার্শ্বে থাকা স্থানীয় লোকজন গিয়ে মমতার নিথর দেহ দেখতে পেয়ে তার পরিবারের সদস্যদের ও পাটগ্রাম থানায় সংবাদ দেন।
স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদে জানা যায় শ্রবণ ও বাক প্রতিবন্ধী মমতা ২০ ২৫ বৎসর ধরে তার বড় ভগ্নিপতির বাড়িতে থাকতেন।