প্রকাশ্যে ধূমপান করায় নিরীহ জনগণের জরিমানা, সরকারি কর্মকর্তা খাদ্য নিয়ন্ত্রক অফিসের উপ-পরিদর্শক কাওছার আহমেদকে খালাশ।
সানজিম মিয়া – গংগাচড়া, (রংপুর) প্রতিনিধি –
রংপুরের গংগাচড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের উপ-পরিদর্শক কাওছার আহমেদ তার নিজ দপ্তরের চেয়ারে বসেই প্রকাশ্যে ধূমপান করার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
তার দপ্তরে আসা নানা বয়সী সেবা প্রার্থীদের দেখেও না দেখার ভান করে সিগারেট টানছেন তিনি। সিগারেটের ধোঁয়া মনের আনন্দে গগন পানে ছুড়ে ফাইল ঘাটাঘাটি করেন এই কর্মকর্তা। এতে সেবা প্রার্থী বৃদ্ধ, বয়স্করা এই কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
অপরদিকে গত রবিবার গংগাচড়ার মহিপুর শেখ হাসিনা সেতুতে ধূমপান করায় এক ব্যাক্তিকে ২০০ টাকা জরিমানা করেছিলেন গংগাচড়া নির্বাহী অফিসার নাহিদ তামান্না কিন্তু এই কর্মকর্তার বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যাবস্থা গ্রহণ করা হয়নি। এ বিষয়ে গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না জানায়, মোবাইল কোর্ট তখনই করা যাবে যখনই এটা আপনার সামনে ঘটবে। এটা তো এই মুহুর্তে আমার কাছে বিচার্য নয়।তবে উনাকে কারণ দর্শানো যাবে।সানজিম মিয়া
গংগাচড়া (রংপুর) প্রতিনিধি