আজিজুল ইসলাম, খুলনা ।
রূপসা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা-২০২৪ শুরু আজ এবং শেষ হবে আগামী ১১ ডিসেম্বর। এ পরীক্ষা স্ব স্ব বিদ্যালয়ে দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলবে।শিক্ষা অফিস সূত্রে জানা যায়- সমগ্র উপজেলায় তৃতীয় শ্রেণীতে ছাত্র ১০৫০ জন এবং ছাত্রী ১১৩৮ জন। চতুর্থ শ্রেণীতে ছাত্র ১০০৪ জন এবং ছাত্রী ১০৮৭ জন। পঞ্চম শ্রেণীতে ছাত্র ৮৯৮ জন এবং ছাত্রী ৯৭৪ জন। সর্বমোট- ৬১৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম জানান, এ উপজেলায় ৬৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। তাছাড়া বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী পাঠ্যদান কার্যক্রম চলাকালীন ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শ্রেণী প্রমোশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।