এম এস হান্নান ব্যুরোচীফ কক্সবাজার.
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভে এসে অপপ্রচার ও বিভিন্ন পত্রিকায় অপপ্রচার করায় দৈনিক মেহেদী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ কক্সবাজার’র এ স্বশরীরে হাজীর হয়ে এ মামলা দায়ের করেন দৈনিক মেহেদী পত্রিকা পরিচালনা পরিষদের পক্ষে ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নাজিম উদ্দিন।
মামলা সূত্রে জানা যায়- গত ২৪ অগাস্ট দৈনিক মেহেদী পত্রিকার প্রথম পৃষ্ঠায় “ইয়াবা সম্রাজ্ঞী রোজিনার বেপরোয়া কর্মকান্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ” শিরোনামে পত্রিকার বিশেষ প্রতিবেদক বরাতে একটি খবর প্রকাশিত হয়। খবর প্রকাশিত হওয়াতে রোজিনা ২৪ অগাস্ট রাত ০৩.০০টার পরে দৈনিক মেহেদী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নাজিম উদ্দিন এর মোবাইল ফোনে কল দিয়ে অশোভন আচরণ করেন এবং ২৫ অগাস্ট রাত ০৮.০০টার সময় দৈনিক মেহেদী পত্রিকার অফিসে আসেন সাথে ছিলেন তার ইয়াবা ব্যবসার অন্যতম সহযোগী রায়হান।
ফয়সাল মোঃ রায়হান নামের এই যুবক নিজেকে একটি পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে পরিচয় দেন। রোজিনা দৈনিক মেহেদী পত্রিকার অফিসে থাকা অন্যান্য প্রতিনিধিদের সামনে উচ্চ স্বরে হুমকি দিতে থাকেন। একপর্যায়ে মিথ্যা মামলার হুমকি দিয়ে বলেন- এমন সংবাদ যেন আর আপনাদের পত্রিকায় প্রকাশিত না হয়! হলে তার অবস্থা ভয়াবহ হবে। এমনকি মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন। সোমবার (২৬ অগাস্ট) দৈনিক মেহেদী পত্রিকা পরিচালনা পরিষদের পক্ষে মোঃ নাজিম উদ্দিন কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরীও দায়ের করেছিলেন। এরপর রোজিনা (৫ সেপ্টেম্বর) “দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা” শিরোনোমে প্রকাশিত খবরে রোজিনা থেকে মেহেদী পত্রিকার নাজিম উদ্দিন তিন লক্ষ টাকা খবর প্রকাশ না করার জন্য দাবী করেছেন মর্মে যে খবর প্রচার করে মিথ্যাচার করেছেন তাতে নাজিম উদ্দিনের সামাজিক মর্যাদা এবং মানহানি হয় যা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ।
উক্ত প্রতিবাদে প্রচারিত সংবাদের অনুকূলে বিগত ১৫ সেপ্টেম্বর একটি আইনী নোটিশের মাধ্যমে নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে তথ্য প্রমাণাদী উপস্থাপনের জন্য অনুরোধ করা হয়। সে নোটিশের তথ্য প্রমাণাদি না এনে তার “Rozina Akter” নামক ফেইসবুক আইডি থেকে লাইভে এসে আবারও অশোভন আচরণ ও ১০ হাজার টাকা দিয়েছে বলে মিথ্যাচার করেন।
দৈনিক মেহেদী’র ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নাজিম উদ্দিন জানান- ‘ইয়াবা কুইন’ রোজিনা সুবিধাবাদী ও খুবই খারাপ নারী। সে বিএনপির আমলে বিএনপি, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ। সে আওয়ামী লীগের ১৫ বছরের শাসন আমলেই অপরাধের পরিধি পাহাড়সম উচ্চতায় পচিয়েছে। তার অত্যাচার ও নির্যতনে শিকার শত শত মানুষ। এমনকি এলাকা ছাড়াও অনেক পরিবার। ১৫ বছরের আওয়ামী লীগ শাসন আমলে কোনো কিউ তার কিছু করতে পারে নাই। ভুক্তভোগী তো দুরের কথা, প্রশাসনও তার কাছে অসহায় ছিল! তাই নিজের নিরাপত্তা ও পত্রিকার স্বার্থে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজারে মামলা দায়ের করা হয়েছে।
পত্রিকার স্টাফরা জানান, রোজিনা অফিসে এসে কি কি গালিগালাজ করেছেন তার অডিও, ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। রোজিনা ইয়াবা ব্যবসার বেশ কিছু অডিও রেকর্ড ও ভিডিও পত্রিকা প্রতিনিধিদের কাছে আছে। সে আওয়ামী সরকার শাসনামলে বেশ কিছু নেতার ছত্রছায়ায় ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অভিযোগ রয়েছে এই রোজিনা ইয়াবা দিয়ে ফাঁসিয়েছেন প্রসাশনের বেশ কয়েকজন কর্মকর্তাকেও।