‘ফেনীতে আদিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ’
আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধি,
আধিপত্য বিস্তারকে কেন্দ্র ফেনীর দাগনভূঞায় উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৯ অক্টোবর) রাতে দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় ব্যবসায়ী ফয়সাল জানান, বুধবার রাতে হঠাৎ করে জিরো পয়েন্ট এলাকায় যুবলীগ-ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সহ ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে জিরো পয়েন্টের ব্যবসায়ীরা সব দোকান পাট বন্ধ সবাই নিজ নিজ আত্নরক্ষায় চলে যায়। এতে দুই গ্রুপেরই কয়েকজন জন হতাহত হয়েছেন। পরবর্তীতে দাগনভূঞা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।