ফেনী সেন্ট্রাল হাইস্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও শেখ রাসেল স্কুল অব ফিউচার উদ্বোধন
আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধি ;
ফেনী সেন্ট্রাল হাইস্কুল কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার দুপুরে আলোচনা সভা, কেককাটার আয়োজন করা হয়। আলোচনা শেষে সারা দেশের ন্যায় ফেনীতে ও তথ্য ও প্রযুক্তি যোগাযোগ অধিদপ্তর,তথ্য ও প্রযুক্তি
যোগাযোগ বিভাগের উদ্যোগে ফেনী সেন্ট্রাল হাইস্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও শেখ রাসেল স্কুল অব ফিউচার এর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি । এতে অতিথি ছিলেন ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী। এসময়ে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আশ্রাফুল আলম গিটার,সদস্য জাফর উল্ল্যাহ,নজরুল ইসলাম, তপন বসাক,সাইমুন নাহার সুমি,ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোমেনুল হক। অনুষ্ঠানে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিবাবক সদস্যরা উপস্থিত ছিলেন।