রাশেদ, বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর ভুক্তভোগীর দায়ের করা এজাহার নামীয় আসামী জামাল (৩২) কে আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০(সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় আসামী জামাল কে আটক করা হয়েছে।
আটককৃত আসামী বগুড়া সদরের খামারকান্দি পশ্চিমপাড়া এলাকার মৃত জাবেদ আলী ও জাহানারা বেওয়া দম্পত্তির ছেলে।
ভুক্তভোগীর দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, বগুড়া চারমাথা মোড়ে নিজেদের পান সিগারেটের দোকানে মাঝে মাঝে পান সিগারেট কেনার সুবাদে পরিচয় হয় অটোচালক আসামী জামালের সাথে।
গত ১২ জানুয়ারি দুপুর অনুমান ০২.০০ ঘটিকায় আসামী ভুক্তভোগীর দোকামে যেয়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিলে ভুক্তভোগী আসামীর অটো গাড়ীতে সারিয়াকান্দি ঘুরার জন্য আসে। সারিয়াকান্দিতে ঘুরাঘুরির একপর্যায়ে উক্ত তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সারিয়াকান্দি থানাধীন পারদেবডাঙ্গা সরকারপাড়া গ্রামের মোমিন সরকার এর বাড়ীর পূর্ব পাশে ছিন্না সরকার এর ইউক্যালিপ্টাস গাছের বাগানে নিয়ে আসামী ভুক্তভোগীর অনিচ্ছায় বিবাহের প্রলোভন দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, আটককৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।সারিয়াকান্দিতে সব ধরনের অপরাধ নির্মূলে পুলিশি নজরদারি আরও জোরদার করা হবে।
এছাড়াও, দর্শনীয় স্থানগুলোতে অপরিচিত কারো সাথে না আসার জন্য এবং ঘুরতে আসা দর্শনার্থীদের সন্ধ্যার পূর্বেই ঘরে ফেরার নির্দেশ দেন তিনি।