বগুড়ার শেরপুরে তালা কেটে বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
মাসুম বিল্লাহ, শেরপুর বগুড়াঃ
বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নে দুর্ধর্ষ চুরির ঘটনায় বাসার আলমারি ও সুকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ১টার মধ্যে পৌর এলাকার কলেজ রোড মৌলভী বাগান ডিগ্রী কলেজের উত্তর পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে শেরপুর থানায় লিখিত অভিযোগ করা করেছে।
ভুক্তভোগী বাড়ির মালিক মুত্তালিব ও থানা সূত্রে জানা গেছে, বাড়ির মালিক তারা দুজনে স্কুল শিক্ষক। এবং তাদের বাড়িতে একজন ভাড়াটিয়া থাকেন সেও একটি স্কুলে চাকুরী করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে তালা দিয়ে স্কুলে চলে যায়। এ সুযোগে চোর চক্রের সদস্যরা ওই বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিভিন্ন কক্ষে থাকা আলমারি, সুকেস ও ওয়্যারড্রোবসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় চোরেরা বাসায় থাকা নগদ ১লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। দুপুরের দিকে বাসায় এসে চুরি হওয়ার বিষয়টি জানতে পান।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার বলেন, এ ঘটনায় বাড়ির মালিক থানায় লিখিত অভিযোগ দিতে এসেছেন। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বগুড়ায় কারাগারে কয়েদির মৃত্যু হয়েছে।
আর.এ রাশেদ, বিশেষ প্রতিনিধি :
আর.এ রাশেদ, বিশেষ প্রতিনিধি :
বগুড়া জেলা কারাগারে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত শাহজামাল (৭০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
২৫ জানুয়ারি,২০২৩ (বুধবার) দুপুর দেড়টায় মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে কিডনিজনিত সমস্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর উপজেলার আদমজামুর গ্রামের বাসিন্দা ও অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন শাহজামাল।
বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক রকিবুল হাসান বলেন, শাহজামাল ২০২১ সালের ২১ জানুয়ারি থেকে বগুড়া কারাগারে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনির রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার রাতে কারাগারে শাহজামাল অসুস্থ হয়ে পড়লে শজিমেক হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৫ জানুয়ারি,২০২৩ (বুধবার) দুপুর দেড়টায় মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে কিডনিজনিত সমস্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর উপজেলার আদমজামুর গ্রামের বাসিন্দা ও অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন শাহজামাল।
বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক রকিবুল হাসান বলেন, শাহজামাল ২০২১ সালের ২১ জানুয়ারি থেকে বগুড়া কারাগারে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনির রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার রাতে কারাগারে শাহজামাল অসুস্থ হয়ে পড়লে শজিমেক হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।