বগুড়ার শেরপুরে বুল কাফ রিয়ারিং ইউনিট কাম মিনিল্যাব এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মাসুদ রানা, ষ্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুরে বুল কাফ রিয়ারিং ইউনিট কাম মিনিল্যাব এর শুভ উদ্বোধন করা হয়েছে।
২০/২/২০২৩ তারিখ সোমবার বগুড়া শেরপুর দুগ্ধ ও গাবাদিপশু উন্নয়ন খামার প্রাংঙ্গনে,বুক কাফ রিয়ারিং ইউনিট কাম মিনিল্যাব এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে মহাপরিচালক প্রাণিসম্পদ,বাংলাদেশ ঢাকা,ডাঃ মোঃ এমদাদুল এক তালুকদার এর সভাপতিত্বে ও শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু রাইহান পিএএ,এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে অনলাইনে যুক্ত ছিলেন,জানাব শ ম রেজাউল করিম এমপি মাননীয় মন্ত্রী,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি সভাপতি,মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান এমপি মাননীয় সংসদ সদস্য ৪০.বগুড়া ৫, জানাব ড.নাহিদ রশিদ সচিব,মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব প্রাণিসম্পদ মন্ত্রণালয়, জনাব আলহাজ্ব মজিবর রহমান মজনু,চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখা।
আরো উপস্থিত ছিলেন,শাহ জামাল সিরাজী শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান,আলহাজ্ব অ্যাডভোকেট গোলাম ফারুক, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর উপজেলা শাখা,এই সময় উপস্থিত ছিলেন সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।