বগুড়ায় নব-নির্বাচিত সাংসদ রিপুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আর.এ রাশেদ, বিশেষ প্রতিনিধিঃ
বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ট্রাস্টের আয়োজনে জাতীয় সংসদের বগুড়া-৬ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য রাগেবুল আহসান রিপুকে সংবর্ধনা দেয়া হয়েছে।
২৬ই ফেব্রুয়ারি (রবিবার) উক্ত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ট্রাস্ট বগুড়ার চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন দেশের সূর্যসন্তান মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহন না করতেন তাহলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না।
মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে তিনি আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধুর ঘোষনার পরেই এদেশের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরেছিল তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশের গর্বিত নাগরিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বগুড়া-৬ সদর আসনের মাননীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ম. আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ জেলার সাবেক ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল প্রমুখ।