বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ফেনীতে, জেমস-শাফিন এর কনসার্টের আয়োজন করেছে ।
আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধি –
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) জাঁকালো আয়োজন করেছে ফেনী পৌর আওয়ামী লীগ। এই উপলক্ষে ফেনীতে গানের তালে সুরের ছন্দে মঞ্চ মাতাবেন নগর বাউল খ্যাত জেমস ও মাইলসের শাফিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারী।
সরেজমিনে দেখা যায়, ফেনী সরকারি কলেজ ভবনের সামনে কনসার্টের মঞ্চ তৈরি করা হচ্ছে। মঞ্চ তৈরি কাজ প্রতিদিনই তদারকি করছেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। নতুন বছর উদযাপন ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। এছাড়া ফেনী পাইলট স্কুল ও ফেনী সরকারি কলেজে লাল-সবুজের আলোকসজ্জা করা হয়েছে।
ক্রীড়া সংগঠক মাঈন উদ্দিন সুমন বলেন, নতুন বছর উদযাপন ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গানের আয়োজন করা হয়েছে। গত কয়েক বছর ধরে পৌর স্বপন মিয়াজীর উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, নতুন বছর উদযাপন ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে পুরো অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হবে। এতে প্রবেশাধিকার থাকছে সম্পূর্ণ উন্মুক্ত।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) শাহাদাত হোসেন পরিদর্শনকালে বলেন, অনুষ্ঠানে পর্যাপ্ত পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা সিভিলে ও পোশাকে দায়িত্ব পালন করবেন।