আক্তারুল ইসলাম (খুলনা)বটিয়াঘাটা
খুলনা জেলা আ’লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় হুইপ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুন অর। রশীদ বলেছেন, স্বাধীনতার মহান স্থাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক স্বপরিবারে নৃশংসভাবে হত্যার শিকার হন । ওরা ভেবেছিলো তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ । ওরা বুঝতে পারেনি বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ । পিতৃহারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করে জাতীর পিতার বাংলাদেশ গড়ে তোলার আজ ১৭ কোটি মানুষের একমাত্র লক্ষ্য । বঙ্গবন্ধু স্বপ্ন ক্ষুধা দারিদ্র মুক্ত সোনার বাংলা এবং বঙ্গবন্ধুর সুযোগ কন্যা বর্তমানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আ’লীগকে নৌকায় ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে হবে । মঙ্গলবার বিকাল ৫ টায় বঙ্গবন্ধু গ্যালারি উদ্ধোধন ও স্মরণ সভায় স্থানীয় গুপ্তমারী ও দাউনিয়াফাঁদ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কার্যালয় চত্বরে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলো বলেন । বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’র প্রধান উপদেষ্টা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়’র সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রাযের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা আ’লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, জেলা আ’লীগ সদস্য জামিন খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহাফুজুর রহমান সোহাগ, অবঃপ্রাপ্ত সহকারী শিক্ষক নিকুঞ্জ বাহারী গোলদার, জেলা সৈনিক লীগের সভাপতি এসএম ফরিদ রানা । সভায সভাপতি ড. প্রশান্ত কুমার রায় বলেছেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে । বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ । ওরা চেয়েছিল বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করে বাংলাদেশকে শেষ করে ফেলা যাবে । যে ষড়যন্ত্র আজও থেমে নেই । বাংলাদেশকে বাঁচাতে সকলকে এগিয়ে আসতে হবে । অধ্যাপক অনুপম টিকাদার ও যুবলীগ নেতা রথীন্দ্রনাথ রায়’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা রাজকুমার রায়, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, বিশিষ্ট সমাজ সেবক প্রাণ গোপাল বৈরাগী, পংকোজ মল্লিক, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবঃপ্রাপ্ত সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিধান কুমার মন্ডল, সরদার জাকির,বিধান রায়, দীপ পান্ডে,নিবেশ গোলদার, হিরন্ময় রায়, বিজয় টিকাদার, সুবীর মল্লিক, অরবিন্দু মহলদার, নাসিরুল্লাহ হীরা, যুবলীগ নেতা পরাগ রায়,নিমাই রায়, সবুজ মিস্ত্রী প্রমূখ ।