বরিশাল গৌরনদীতে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জামাল কাড়াল বরিশাল –
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সাথে সৌজন্য সাক্ষাত, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দরা।
মঙ্গলবার দুপুরে গৌরনদী পৌরভবনে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য, গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার ভবিষ্যৎ কান্ডারী যুবরত্ন সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সভাপতি এইচএম জয়নাল আবেদীন, গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সি, গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি আনিচুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আলামিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া।
গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য গিয়াস উদ্দিন মিয়া, আলহাজ্ব জামাল উদ্দিন, আসাদুজ্জামান রিপন, সভাপতি বদরুজ্জামান খান সবুজ, সহসভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, সহ-সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, কোষাধক্ষ্য হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক মোল্লা ফারুক হাসান, সহ-দপ্তর সম্পাদক আতাউর রহমান চঞ্চল, সহ-প্রচার সম্পাদক আরিফিন রিয়াদ, সদস্য আবদুছ ছালেক মামুন, জনপ্রিয় সংবাদ মাধ্যম বরিশাল মেট্রো’র বার্তা সম্পাদক মাসুদ সরদার, কাজী রনি সহ অন্যান্য সদস্যরা।