বরিশাল বিভাগে কারিগরি বৃত্তি পেলেন ২৩ শিক্ষার্থী।
জামাল কাড়াল বরিশাল –
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেধাবৃত্তি-২০২২ বরিশাল সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৯ ডিসেম্বর সকাল ১০ টায় প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ প্রকৌশলী বাবু সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. প্রকৌশলী মোঃ রুহুল আমিন। এছাড়াও বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ সামসুল আলম, বীর মুক্তিযোদ্বা কবির ভুলু, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ চন্দ্র পালসহ অন্যান্য অতিথিববৃন্দ। কারিগরি বোর্ডে বরিশাল বিভাগ থেকে ১৭টি কারিগরি প্রতিষ্ঠানের ২৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছেন।
অতিথীরা শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দীক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে আহবান জানিয়েছেন।