“বরুড়ায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত”
হেলাল উদ্দিন ভূঁইয়া বরুড়াঃ
কুমিল্লার বরুড়ায় প্রতিকূল আবহায় বৃষ্টি উপেক্ষা করে, পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী(সঃ) উপলক্ষে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর সকাল ১১ টায় বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ও বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার যৌথ উদ্যোগে সংগঠনের সভাপতি ও বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী আলী আকবর ফারুকীর সভাপতিত্বে প্রতিকূল আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে জশনে জুলুসের র্যালীটি মাদ্রাসা প্রাঙ্গন থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসার মিলনায়তনে শেষ হয়।
উক্ত জশনে জুলুস ও মিলাদ মাহফিলের আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও অলিতলা লতিফিয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা কাজী মুফতি গোলাম মহিউদ্দিন লতিফি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সহ সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ জোবায়ের হোসেন জুয়েল, আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির মহা সচিব আ.ন.ম আল্লামা মাসুদ হোসেন, সাংগঠনিক সচিব মাওলানা মোহাম্মদ আবদুল মতিন, প্রেসিডিয়াম সদস্য ও বদরপুর দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোঃ সৈয়দ মোহতাসিম বিল্লাহ রাব্বানী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ সভাপতি মুফতী মিজানুর রহমান জাফরী, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুফতি মোঃ শাহজাহান সিদ্দিকী, দপ্তর সম্পাদক মুফতী মোঃ আনোয়ার হোসেন জেহাদী, আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের সভাপতি মোঃ জাকির হোসেন, খলারপাড় ওয়াজেদীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ আবু তাহের, মাওলানা এনামুল হক, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য সাংবাদিক রোটাঃ ওমর ফারুক, অলি উল্লাহ, মাসুদ হোসেন, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে জশনে জুলুসের হাজারাধিক ভক্তবৃন্দুর উপস্থিতিতে মিলাদ মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে জুলুসটি শেষ হয়।