বর্তমান প্রেক্ষাপটে অনুসন্ধান মূলক সাংবাদিকতা চর্চা জরুরী; সদর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে আতিক উদ্দীন চৌধুরী।
মোঃহোসেন (সুমন)
কক্সবাজার সদর উপজেলা প্রতিনিধি
01884-146519
কক্সবাজার জেলার সর্বপ্রথম পেশাদার সাংবাদিকগণের সমন্বয়ে গঠিত সদর উপজেলা প্রেসক্লাবের ১ বছর পূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় শহরের অভিজাত তারকা মানের হোটেল উইন্ডি টেরেসের সম্মেলন কক্ষে সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আরিফুল্লাহ নূরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী ও সাংবাদিকবান্ধব জননেতা আতিক উদ্দীন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, জেলা কৃষক লীগের সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, শহর কৃষকলীগের সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম মিন্টু, কোরাল রীফ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মাসুদ ইব্রাহিম। এছাড়াও দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক আমার সময়ের জেলা প্রতিনিধি দিদারুল আলম সিকদার ও এলজিইডি এর সহকারী ইন্জিনিয়ার ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি রাশেদুল আলম, দৈনিক সন্ধ্যাবাণীর জেলা প্রতিনিধি মোঃ রমজান, দৈনিক গণকন্ঠের জেলা প্রতিনিধি শাইখ আহমেদ, দৈনিক কক্সবাজার একাত্তরের সদর উপজেলা প্রতিনিধি খোরশেদ আলম, দৈনিক ভোরের চেতনার রামু প্রতিনিধি মোঃ নোমান, দৈনিক মেহেদী সদর প্রতিনিধি মোঃ হোসেন( সুমন) দৈনিক ভোরের চেতনার আদালত প্রতিনিধি মোঃ রায়হান, দৈনিক কক্সবাজার একাত্তরের প্রতিনিধি জাফরুল আলম রানা, দৈনিক কক্সবাজার একাত্তরের উখিয়া প্রতিনিধি মোস্তফা জামান চৌধুরী, ডিবিজে নিউজের প্রকাশক মঈন উদ্দিন জনি, ডিবিজে নিউজের সদর উপজেলা প্রতিনিধি এনায়েত বিন সাঈদ প্রমুখ।
উল্লেখ্য, কক্সবাজার জেলার সর্বপ্রথম পেশাদার সাংবাদিকগণের সংগঠন কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাব ২০২১ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১ বছরে সুনাম ও সফলতার সাথে পরিচালিত হচ্ছে সদর উপজেলা প্রেসক্লাব।