রেজাউল আজিম, বাঁশখলী প্রতিনিধি:
গতকাল ৪ নভেম্বর সোমবার দুপুরে চট্টগ্রাম বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম ইলশা গ্রামের মদিনা বর বাড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
শিশুটি ওই এলাকার মহিউদ্দিনের ছেলে। ইউপি সদস্য মনজুর আহমদ জানান, আজ সোমবার দুপুর ১ টার দিকে বাড়ির উঠানে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির লাশ পুকুরে ভাসতে দেখে আত্মীয় স্বজনরা লাশটি উদ্ধার করে।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মজনু মিয়া পুকুরের পানিতে ডুবে শিশু রামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে জানাজা শেষে শিশুর লাশ দাফন করা হয়েছে।