মোঃ রেজাউল আজিম বাঁশখালী
বাঁশখালীর কৃতি সন্তান লেখক মোহাম্মদ আব্দুল্লাহ তাজরিয়ান সবার কাছে দোয়া চাই।
❝জীবনকে চিনোনি, জীবন তোমাকে চিবিয়ে খাবে।❞ –আব্দুল্লাহ তাজরিয়ান
আমি দীর্ঘ সময় অসুস্থ ছিলাম আল্লাহ তায়ালার রহমতে এখন পরিপূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। আমার পিতা মাওলানা জমির হোসাইন, মাতা তাছলিমা খানম, পশ্চিম বাঁশখালীর গন্ডামারার ১নং ওয়ার্ডে আমার জন্ম স্থান, ২০০২ সালের জানুয়ারি পথম জুমাবার দুনিয়ার বুকে ভূমিষ্ট হই। ২০০৭ সালে শিলকোপ শাহ লতিফিয়া মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শুরু করে সেই থেকে ২০২২ সালে চট্টগ্রাম মহসিন কলেজে বিএসচি পাসকোর্সে ভতি হওয়ার পরে থেকেই প্রায় টানা ৬ মাস অসুস্থতার কারণে লেখা পড়ায় বিরত ছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার রহমতে এখন প্রায়ই সুস্থ, ইনশা”আল্লাহ এখন থেকে নিয়মিত লেখাপড়ার পাশাপাশি লেখালেখি অব্যাহত রাখবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগের মতো নিয়মিত পাঠদানে এবং সমপযোগী লেখালেখিতে অটল থাকতে পারি।