বাঁশখালী প্রতিনিধি:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৬ আসন বাঁশখালীতে নৌকার প্রার্থী চলমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ ৭ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার ১৫ মিনিট আগে ইসির সচিব জাহাঙ্গির আলম বিফ্রিংয়ে এ তথ্য জানান।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছিলেন বলে জানান ইসি সচিব।
নির্বাচন কমিশন সচিব ব্রিফিংয়ে বলেন, তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছেন, তাদের ওপর চড়াও হয়েছেন। সব বিবেচনায় নিয়ে কমিশন তার প্রার্থীতা বাতিল করেছে।