বাঁশখালীর ব্যস্ততম প্রধান সড়কে গাড়ি পার্কিং পুরো সড়ক ব্লক ভোগান্তিতে যাত্রীরা
বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বাঁশখালীর পৌর সদরে দক্ষিণ জলদি দারোগা বাজারে ব্যাস্ততম প্রধান সড়কের উপর বাস পার্কিং নিয়মিত এর ফলে গাড়ি জ্যামের কারণে ক্লান্ত যাত্রীদের সময় পার হয় ঘন্টার পর ঘন্টা। এমনও দেখা যায় যে, সিরিয়াস রোগী থাকলে আরও অবস্থা খারাপ। এই সড়কে যাতায়াত হয় চকরিয়া মহেশখালী এবং পেকুয়ার সব গাড়ি। এমন এক গুরুত্বপূর্ণ সড়কে প্রতিনিয়ত সড়কে বাস পার্কিং এবং আরও দেখা যায় চলন্ত গাড়ি দাড়াইয়া রেখে তাদের ফেরানো হয়। এছাড়াও বাঁশখালীর টাইম বাজারে সকাল বেলা সড়কের পাশে বাজার বসে জ্যামের আরেক ভোগান্তি। মানুষ সকাল টাইমে অফিস আদালত চাকরি জরুরী কাজে বাহির এসময় তাদের গুরুত্বপূর্ণ সময় গুলো কাটে রাস্তার জ্যামে।
যাত্রীরা প্রতিনিয়তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসব ভোগান্তির বিষয়ে প্রশাসনের প্রতি দৃষ্টিআকর্ষণ কারেন যাতে দ্রুত ট্রাফিক জ্যামের এর সমস্যা দ্রুত সমাধান হয়।
শিরোনাম :
“বাঁশখালীর ব্যস্ততম প্রধান সড়কে গাড়ি পার্কিং পুরো সড়ক ব্লক ভোগান্তিতে যাত্রীরা”
- Reporter Name
- Update Time : ০৫:১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- ১২৩৭ Time View
Tag :
আলোচিত