মোঃ রেজাউল আজিম বাঁশখালী.
আজ ২০ জানুয়ারি শনিবার সকাল ৮ ঘটিকা হতে বাঁশখালী সাধনপুর আল ফারুক (র.) ইসলামিয়া মাদ্রাসার ২৭ তম সারাদিন ব্যাপী বার্ষিক মাহফিল অনুষ্ঠিত।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (কুরাইশী), মহাপরিচালক, জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) চট্টগ্রাম। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা শাহ্ আহমদ হাসান, মহাদ্দিস জামিয়া মিল্লিয়া আজিজিয়া মাদ্রাসা, বৈলছড়ী বাঁশখালী চট্টগ্রাম ও ছদরে মুহতামিম অত্র মাদ্রাসা। বাদে মাগরিব আলোচনা করেন, চট্টগ্রামের সাড়াজাগানো ওয়ায়েজ মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, সিনিয়র শিক্ষক আজিজিয়া কাসেমুল উলুম দোহাজারী মাদ্রাসা চন্দনাইশ চট্টগ্রাম। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রামের স্বনামধ্য প্রাইভেট হিফয প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ আব্দুল মন্নান। মাওলানা মুফতি সাঈদুল ইসলাম, খতিব, আজিমপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা। এছাড়া এতে আরো দেশ বরেণ্য আলেম ওলামা উপস্থিত ছিলেন।
উক্ত মাদ্রাসার হিফয বিভাগ হতে ২০২৪ সালে ৯ জন ছাত্র হিফয সমাপ্ত করে পাগড়ী পায়। তাদের পাগড়ী প্রদান করেন, হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক আল্লামা খলীল আহমদ কাসেমী খোরাইশী, বৈলছড়ী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আহমদ হাসান, হাফেজ মাওলানা আব্দুল মালেক চট্টগ্রাম।
হিফয সমাপ্তকারী ছাত্ররা হলেন, মোঃ সাকিবুল ইসলাম, সরল বাঁশখালী।মোঃ হাবিব হাসান, ভাদালিয়া বাঁশখালী। মোঃ রফিকুল ইসলাম, দোয়ারীপাড়া, সাধনপুর বাঁশখালী।মোঃ আমান উল্লাহ, বৈলছড়ী বাঁশখালী। মোঃ সোহাইব ইলশা বাঁশখালী। মোঃ সিফাতুল ইসলাম, দোয়ারীপাড়া সাধনপুর বাঁশখালী। মোঃ মোরশেদুল আলম, টৈটং পেকুয়া। মোঃ আয়মন, লটমনি সাধনপুর বাঁশখালী। মোঃ ইমাম হোসাইন, বাহারছড়া বাঁশখালী।