রামপালে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ।
রামপাল( বাগেরহাট)প্রতিনিধি :
বাগেরহাটের রামপালে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলার পেড়িখালী ইউনিয়নের বড় কাঠালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
(২৬ ফেব্রুয়ারী ২০২৩) রবিবার বিকাল ৩.৩০ টায় ভোজপাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি তরফদার মাহফুজুল হক টুকু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি মোঃ সামছুদ্দীন, পেড়িখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের হাওলাদার, মোংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জসিম, মোংলা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইসরাফিল হাওলাদার, রামপাল উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ এলাকার সুধীজন ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
মল্লিক জামান
রামপাল, বাগেরহাট।
তাং- ২৬/০২/২০২৩