বান্দরবানে শুরু হচ্ছে জেলা প্রশাসক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা।
আবুবকর ছিদ্দীক বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে জেলা প্রশাসক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে, উপজেলা পর্যায়ে ২২ ফেব্রুয়ারি হতে ৮ মার্চ এবং জেলা পর্যায়ে ৯ মার্চ হতে ২২ মার্চ পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক ট্যালেন্ট হান্ট ২০২৩ আয়োজন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স এর আয়োজন করা হয়েছে ২৬শে ফেব্রুয়ারী(রবিবার) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ ফজলুর রহমান,নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস,বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সেক্রেটারি মিনারুল হক সহ কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক বলেন প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন এরই প্রেক্ষিতে আমাদের ছেলে মেয়েদের স্মার্টলি গড়ে তুলতে এই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন।
প্রেস ব্রিফিং এ আরো জানানো হয় উক্ত প্রতিযোগিতা উন্মুক্ত ও বিষয়ভিত্তক ২ টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। গান, নৃত্য , আবৃত্তি, অভিনয়, উপস্থিত বক্তৃতা এ ৫ টি ইভেন্টে উন্মুক্ত প্রতিযোগিতা (বয়সসীমা সর্বোচ্চ ২৫ এবং বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দারা ) এবং বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান ও আইসিটি, সাধারণ জ্ঞান নিয়ে বিষয়ভিত্তিক কুইজ ২ টি গ্রুপে ( ‘ক’ গ্রুপ ষষ্ঠ – অষ্টম ; ‘খ’ গ্রুপ নবম- দ্বাদশ ) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বান্দরবান জেলার যে কোন শিক্ষা শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে।
উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার গ্রুপ/ ইভেন্ট অনুসারে উপজেলা কমিটি প্রতিযোগিতা আয়োজন করবে। প্রতিটি গ্রুপ/ ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীরা জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
প্রতি উপজেলা থেকে বিষয়ভিত্তিত ও উন্মুক্ত মিলিয়ে মোট ২১ জন প্রতিযোগী অর্থাৎ ৭ টি উপজেলা থেকে সর্বমোট ১৪৭ জন পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে এবং ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হবে।