মোঃ আকাশ বান্দরবন জেলা
প্রতিনিধিঃ
২ফেব্রুয়ারি,২০২৪ ইং তারিখ শুক্রবার সকাল থেকে ঘন কুয়াশার কারনে কোন সূর্যের দেখা নাই।তারই মাঝে হালকা বৃষ্টি।প্রতিবছরের মত শীতের এই দিনে বান্দরবানে পর্যটকদের বাড়তি চাপ দেখা যায়। শীতের ঘন কুয়াশা আর হিম শিতল বাতাসে পর্যটকদের উপস্থিতিতে চাঙ্গা হয়ে উঠেছে বান্দরবানের আবাসিক হোটেল, মোটেল,রিসোট, গেস্ট হাউস, রেস্টুরেন্ট ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো।এলাকার কয়েকজন বলেন গাড়ি পার্কিং-এর যথাযথ জায়গা না থাকায় রাস্তার দুই পাশে এলোমেলো গাড়ি রাখার কারনে যানজটের সৃষ্টি হয়।ফলে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এবং এই প্রতিবেদকের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।