মোহাম্মদ আকাশবান্দরবান জেলা প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামের অবিসাংবাদিত জননেতা পরপর সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এক বিশাল নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বান্দরবান জেলা আওয়ামী লীগ।
বান্দরবান পার্বত্য জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে স্মরণকালের সর্ববৃহৎ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বান্দাবান রাজার মাঠে। দুইশত তোরন এবং কেরানীহাট থেকে বান্দরবান পর্যন্ত মানব প্রাচীর তৈরি করেছে বান্দরবানের সর্বস্তরের জনসাধারণ। এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বান্দরবান জেলা জনসমুদ্রে পরিণত হয়।আজকের এই নাগরিক সংবর্ধিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব কে শৈ হ্লা,বান্দরবান পৌরসভার মেয়র জনাব শামসুল ইসলাম সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব কে শৈ হ্লা। সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান থেকে পরপর সাতবার বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য, পার্বত্য বীর জননন্দিত জননেতা জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি। মঞ্চে উপবিষ্ট ছিলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সুনাগরিক বৃন্দ।সংবর্ধিত প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় বলেন আমি বান্দরবান বাসীর নিকট চির কৃতজ্ঞ। আগামী পাঁচ বছরে এখন যা হয়েছ বান্দরবানে,আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মমতাময়ী মা, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরো উন্নত সমৃদ্ধ একটি আধুনিক স্মার্ট বান্দরবান বিনির্মানে আপ্রাণ চেষ্টা করে যাব। আপনারা আমার পাশে থাকবেন। আবারো সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্ত হয়।