সত্য কথা বলতে কি আমাদের মায়ের মত মা হয় না, আমার মা ছিলেন অনন্যসুলভ, যাহা আমি দেখেছি– আমার মায়ের ভালোবাসা ছিল সবার জন্যে সমান, কম -বেশী উনি বুঝতে না
ছিলেন নি:শ্বার্থ মহিলা- কোনো রকম লোভ ছিল না উনার মনে,
সত্য কথা উনার কোনো ছেলে – মেয়ে ই উনার মত হয় নাই- কথাটা অন্যের জন্যে অপ্রিয় সত্য হলেও এইটা ই ছিল সত্য
আমার মায়েত নামে যদি কোনো মহিলা উনাদের প্রিয় জনদের কাছে উলটা পালটা মিথ্যা কথা বলে, অতীতে বলেছে তাদের জবাব দিহিতা দিতে হবে ভুগতে হবে বলবো না, কিন্ত জবাব দিহিতা দিতে হবে কারো না কারো কাছে-
আমার মা ছিলেন একজন পাকিস্তান পিরিয়ডের যুদ্ধা উনি ছিলেন খুব ই ধার্মিক, অত্যান্ত ভালো মানুষ -উনির বিবেক ছিলে সচ্ছ নির্বেজাল আদালত
নিজে উপরে সমস্ত দায়বার নিয়ে আসছে অন্যকে সচ্ছ রেখেছে— আমার বাসাটা ছিল একটা আদালত সেখানে আমার ছিল জজ তাহার সহযোগিতা ছিলাম আমি,আমার প্রয়াত ভাই ছিল এক জন বিরুদি দলের উকিল , তাহার কাউন্টার দিয়ে আজকে সবাইকে যার যার পথে চলার সুযোগ করে দেওয়া হয়েছে, মা কখনও নিজের জন্যে আমার জ
শিরোনাম :
বিশ্ব মা দিবসে আমার মা সহ সকল মাকে জানাই মা দিবসের শুভেচ্ছা, মাতৃত্বের শুভেচ্ছা ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা আরো জানাই স্যলুট ❤️❤️
- Reporter Name
- Update Time : ০৩:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- ১৫৯ Time View
Tag :
আলোচিত