আব্দুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধিঃ
মণিরামপুর থানা পুলিশের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে মনিরামপুর শহীদ মশিউর রহমান জেলা পরিষদ অডিটোরিয়ামে মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মণিরামপুর সার্কেলের এএসপি আশেক সুজা মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, বীরমুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান, তরুণ আওয়ামী লীগ নেতা বশির আহমেদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক জিএম টিপু সুলতান, যুবলীগ নেতা গাজী আসাদ,সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।