আব্দুল্লাহ আল মামুন যশোর
বৈষম্য নিপাত যাক পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক।
এই স্লোগান কে সামনে রেখে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ সদর দপ্তরে কর্মকর্তা, কর্মচারীদের, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি সমাবেশ।
মাননীয় প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুনগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে BREB-PBS একীভূতকরণ মিটার-রিডার কাম মেসেঞ্জার, চুক্তি ভিত্তিক হইতে মুক্তি পেতে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত চাকরি করনের দাবিতে এই কর্মবিরতি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কর্মবিরতি (বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরী গ্রাহক সেবা সচল রেখে দাবী আদায়ে না হওয়া পর্যন্ত চলতে থাকবে কর্মবিরতি সমাবেশ।
মণিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম রাম কুমার ঘোষ গনমাধ্যম কে জানান আমাদের দাবি পূরণ না হলে ঢাকা আর ইবির অফিস ঘেরাও করা হবে। একমাত্র প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমাদের আন্দোলন থামবে।