মাদারীপুরে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বাবা জলিল বয়রা (৬০) খুন হয়েছে। এরিমধ্যে অভিযুক্ত ছেলে ইউসুফ (৩০) কে আটক করেছে পুলিশ। মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামের দলিল বয়রার ছেলে ইউসুফ দীর্ঘদিন থেকেই মাদকাসক্ত ছিলেন। তার মানসিক সমস্যার কারণে দীর্ঘদিন চিকিৎসার পরে কিছুটা সুস্থ হয়। এর আগেও কয়েকবার বাবা-মাকে মারধর করেছে ছেলে ইউসুফ। মঙ্গলবার সকালে হঠাৎ করেই উত্তেজিত হয়ে ইউসুফ তার বাবাকে স্থানীয় এক স্কুলের পাশে আচার বিক্রির অবস্থায় দা দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে অপারেশন থিয়েটারে তিনি মারা যান।
নিহতের মেয়ে সিউলি বেগম বলেন, আমার ভাই আমার বাবাকে মেরে ফেলেছে। আমি ওর সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। যাতে আর কোনো ছেলে তার বাবাকে খুন না করতে পারে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।