মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা -সিলেট মহাসড়কে ডাকাতি করে পালানোর সময় ধারালো অস্ত্রসহ নিজাম মিয়া(২৩)ও ওয়াসিম(২০) কে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে দিকে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গতকাল বুধবার (২৩ আগস্ট)রাত সাড়ে ১১টায় মাধবপুর বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী সুভাষ ভৌমিকের মালিকানাধীন একটি পিকআপ গাড়ী মালামাল বিক্রি করে দোকানে ফিরছিল। হোটেল হাইওয়ে ইন এর দক্ষিণে পৌঁছামাত্র দক্ষিণ বেজুড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নাজিম(২৩) ও একই গ্রামের আবুল কালামের ছেলে ওয়াসিম (২০)সহ সঙ্গীয় ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে গাড়ীটি গতিরোধ করে। এসময় চালক নয়ন দেবনাথের কাছ থেকে অস্ত্রের মুখে আড়াই লক্ষ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে এস আই মনিরুজ্জামান এসআই তরিকুল ইসলাম, এ এসআই জিয়া ও সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে ৬ ঘণ্টার মধ্যে ২ ডাকাতকে অস্ত্রসহ আটক করে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খাঁন জানান, আসামিদের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।