এন এম দেলোয়ার পিরোজপুর জেলা প্রতিনিধি
আমি মোঃ শফিকুর রহমান সুমন। সাব ঠিকাদার হিসেবে পরিচিত স্বরূপকাঠি সহ জেলার সর্ব মহলের কাছে । এছাড়াও আমি সাব ঠিকাদারের পাশাপাশি বালু ও পাথর ব্যাবসার সাথে সম্পৃক্ত। বিগত বছরগুলোতে আমি সাধারণ মানুষের পাশে ছিলাম মানবতার কারণে। আমি বিগত বছরগুলোতে সাব ঠিকাদার হিসেবে পিরোজপুর জেলার বিভিন্ন দপ্তরে দপ্তরে গিয়ে কাজের খোঁজ খবর নিতাম । তালিকা ভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলতাম সাব ঠিকাদার হিসেবে কাজ করার জন্য । চুক্তি ভিত্তিক কাজ করার জন্য অনুরোধ করতাম বিনয়ের সাথে । রাষ্ট্রের আইন অনুযায়ী নিদিষ্ট নিয়ম অনুযায়ী অন্যের লাইসেন্স দিয়ে কাজ করতাম। পিরোজপুর জেলা এলজিইডি,সডক ও জনপদ এবং শিক্ষা প্রকৌশলী অফিসে আমার নিজ নামের কোন লাইসেন্স নেই। পাশাপাশি কোন ধরনের লেনদেন করার এক্তিয়ারও আমার নেই। অথচ মানব বন্ধনে আমার প্রতিপক্ষের কিছু কিছু লোকজন মিথ্যা ষড়যন্ত্র করে লিখিত অভিযোগ তুলে ধরার চেষ্টা করেন।মিথ্যা তথ্য দিয়ে পিরোজপুর জেলা শহরে মানব বন্ধন করেন আমার বিরুদ্ধে।
আমি গঠন মূলক মানব বন্ধনের জন্য তীব্র নিন্দা জানাই। আমি আমার সাধারণ মানুষ। সাব ঠিকাদার হিসেবে কাজ কর্ম খরে জীবন জীবিকা নির্বাহ করি।সামাজিক দৃষ্টি কোন দিয়ে বলবো,আমি একজন সাব ঠিকাদার। পাশাপাশি পাথর ও বালুর ব্যাবসা করে আসছি।সরকারি কোন অফিস বলতে পারবেন না, ” আমার নিজ নামের কোন ধরনের লাইসেন্স নেই ” কোন ধরনের লেনদেন করারও এক্তিয়ার আমার নেই। প্রতিপক্ষের লোকজন মানব বন্ধনে বলেন, আমার বাড়ি গাড়ী আছে। কিন্তু আমার আবারওসকল সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বিনয়ের সঙ্গে বলবো,আমার বিষয়ে মানব বন্ধনের সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি একজন সাধারণ সাব ঠিকাদার হিসেবে পরিচিত সর্ব মহলে।আমি আবারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সন্মেলনে সাব ঠিকাদার মোঃ সুমন আরও বলেন, মিথ্যা ষড়যন্ত্র করে আমাকে হেয় প্রতিপন্ন করার মিশনে রয়েছে একটা পক্ষ। আমার সাথে সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিরাজের সাথে সম্পর্ক নেই। বেচে থাকার কারনে সাব ঠিকাদার হিসেবে চুক্তি ভিত্তিক আকারে কাজ নেই এবং কাজ করি। কাজ শেষ হওয়ার পর পরই আমার পাওনা টাকা পরিশোধ করেন। আমি বেচে থাকার তাগিদে যেকোনো বৈধ ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে কাজ নেই সাব কন্টাক্ট হিসেবে।
সংবাদ সন্মেলনে সাব ঠিকাদার মোঃ সুমন আরও বলেন সাব ঠিকাদারের পাশাপাশি পাথর ও বালুর ব্যাবসা করে আসছি সুনামের সাথে। আমি স্বরূপকাঠি উপজেলার সন্তান হিসেবে আপনাদের বলবো,আমি মাঝে মধ্যে কাজ কিনে কাজকরি। আমার নিজস্ব কোন লাইসেন্স নেই। আমি বড় বড় ঠিকাদারদের সঙ্গে চুক্তি ভিত্তিক কাজ কিনে কাজ করি।আমার প্রশ্ন, ” আমি কিভাবে সরকারি টাকা আত্মসাৎ করি “। লাইসেন্স হল অন্যের আর সেই কারনে আমি নাম মাত্র সাব ঠিকাদার। অথচ কাঁদা ছোড়া ছুড়ির কারণে অহেতুক মিথ্যা ষড়যন্ত্র করে আমাকে হেয় প্রতিপন্ন করার মিশনে রয়েছে মানব বন্ধন করে ।
আমি বেচে থাকার কারনে সকল প্রতিষ্ঠিত ঠিকাদারদেট কাছে অনুরোধ করে চুক্তি ভিত্তিক অনুসারে কাজ আনি। আমি একজন চুক্তি ভিত্তিক নাম মাত্র সাব ঠিকাদার। আমার প্রধান ব্যাবসা বানিজ্য হলো পাথর ও বালুর ব্যাবসার সঙ্গে সম্পৃক্ত । তাই সকলের কাছে অনুরোধ করবো অহেতুক মিথ্যা ষড়যন্ত্র করে মানব বন্ধন বন্ধনের মাধ্যমে অহেতুক হয়রানি না করার আহবান জানান। সকল সাংবাদিক ভাইদের অনুরোধ করবো আপনারা জাতির বিবেক।আমার কথা গুলো শুনেছেন। আমি কারো শত্রু নই বরং একজন সাব ঠিকাদার। সকলের সুমতি হোক সকল প্রকার কাজে কর্মের মধ্যে। সংবাদ সন্মেলনে জেলার ও উপজেলার বহু গণ মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।