মিরপুর (কুষ্টিয়া)আশিক।।
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়া প্রবাসী যুবক নিহত হয়েছে। নিহত বাদশা (৩৫) উপজেলার সদরপুর ইউনিয়নের আজমপুর শীতলপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। গতকাল সোমবার সকালে কাতলামারী-হাটবোয়ালিয়া সড়কের বরবরিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময়ে বাদশা মোটরসাইকেল যোগে বাড়ি থেকে কাতলামারী বাজারে যাওয়ার পথে উক্ত স্থানে ছাগলের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অমৃত সরকার বিষয়টি নিশ্চিত করেন। নিহত বাদশা এক মাস পূর্বে দেশে আসেন এবং দশ দিন আগে বিয়ে করেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।