মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকরাবুনিয়া ইউনিয়নের উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ঘোড়া প্রতীকের মো. সেলিম মিয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ২ হাজার ৬৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (স্বতন্ত্র) আনারস প্রতীকের প্রার্থী কামাল হোসেন পেয়েছেন ২ হাজার ২৬৪ভোট। অপরদিকে, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী জাহাঙ্গীর আলম মাস্টার ১ হাজার ৫১০ ভোট পেয়ে হয়েছেন তৃতীয়।
বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যা সাতটার দিকে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে ২ হাজার ৬৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী সেলিম মিয়া নির্বাচিত হয়েছেন। কাকড়াবুনিয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে ভোটগ্রহণ হয়েছে ৮ হাজার ৪৯৯। নির্বাচনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম স্বপন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ যন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২৫ মে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ সম্পন্ন হয়।