মাজিদ আল মামুন, মেহেরপুর।
“সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু আমরা আর দেখতে চাই না” এ শ্লোগান কে সামনে রেখে সড়কে শৃঙ্খলার দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি), সকাল সাড়ে ১০ টার দিকে গাংনী উপজেলা শহরের কাথুলী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (আসক), গাংনী উপজেলা শাখা আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, আসক গাংনী উপজেলা শাখা কমিটির সভাপতি ও পথিকের পাঠশালা’র পরিচালক রফিকুল ইসলাম পথিক।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আসক গাংনী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট শফিকুল আলম।
আসক গাংনী উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমিটির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি গোলাম মহাম্মদ, করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিমছার আলী ও মাহাবুব।
এসময় আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক পুষ্টিবিদ দিলারা জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক মাজিদ আল মামুন, গাংনী শাখা কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন, দপ্তর সম্পাদক মজিবর রহমান, তথ্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, মানবাধিকার বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া আক্তার, গাংনী বাজার কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিক, করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে গাংনী উপজেলা শহরের ৩ টি পয়েন্টে ট্রাফিক পুলিশী ব্যবস্থা, সড়কে চলাচলকারী অবৈধ যানবাহনের সঠিক হিসেব, প্রয়োজনে প্রতিটি ইউপি থেকে লাইসেন্স এর ব্যবস্থা করা, যেসব যানবাহনের নেম প্লেটে নাম্বার নেই তা নির্ণয় করে নাম্বার টানানোর ব্যবস্থা করা, রাস্তার পার্শে হাটবাজার উচ্ছেদ করা, শহরের অবৈধ দোকানপাট উচ্ছেদ পূর্বক সড়কে পথচারীদের নিরাপদে চলাচল নিশ্চিত করা, ১৮ বছরের নিচে বয়স এমন ছেলেদের দ্বারা মোটরসাইকেল চালনা নিষিদ্ধ করা, যান্ত্রিক ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল বন্ধ করাসহ সকল ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান। একইসাথে গত ২৩ জানুয়ারি ঘাতক ড্রাম ট্রাকের চাপায় করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা ইসলাম কনা নিহতের ঘটনায় ঘাতক ট্রাকটি শনাক্ত করে চালককে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।