মোরেলগঞ্জ( বাগেরহাট) প্রতিনিধি:
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশন,জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, ফেষ্টুন- বেলুন উড়ানো এবং দুর্নীতিকে না বলুন প্লাকাট(লাল কার্ড) প্রদর্শন এবং দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম।পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়েজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোতিতায় ” দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. মো. রুহুল আমীন খান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক বিএম. রফিকুল ইসলাম মাসুমের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার মো. বদরুদ্দোজা, বিএনপি নেতা শিকদার মো. ফরিদুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা শাহাদাত হোসাইন, জুলাই বিপ্লবে শহীদ মাহফুজুর রহমানের বাবা আ. মান্নান হাওলাদার প্রমুখ। #