Dhaka ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে ইকো-ভিলেজ ও পারমাকালচার বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

  • Reporter Name
  • Update Time : ১১:২৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ৩৪ Time View
মোঃনাজমুল মোরেলগঞ্জ সংবাদদাতাঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ২ দিন ব্যাপী  ইকো- ভিলেজ ডিজাইন ও পারমাকালচার শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। (১৩  নভেম্বর) সকালে এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এপি  শাখার আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের কাঠালতলা এলাকার খালেক শেখের বাড়িতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি ম্যানেজার তপন কুমার মন্ডলের সভাপতিত্বে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। দূষণমুক্ত পদ্ধতিতে চাষাবাদসহ একটি সুন্দর প্রকৃতি ও পরিবেশবান্ধব ছবির মতো গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে  উপজেলার ৬ টি গ্রামের ২৫ জন ইকো- ভিলেজ সদস্যদের নিয়ে এই  প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সংস্থাটি। ২ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় আলোচ্য অর্গানিক কালচার ব্যবহার, স্যানিটারী পায়খানা ব্যবহার, প্রত্যেক পরিবারের বাড়ির আঙিনায় সবজি চাষ, গবাদি পশু-পাখি পালন, প্রত্যেকের জন্ম নিবন্ধন নিশ্চিতকরণসহ প্রতিটি পরিবারে ভার্মি কম্পোষ্ট তরল ও  অন্যান্য জৈবসার ব্যবহার এবং বিষমুক্ত ও রাসায়নিকমুক্ত ফলজ শাকসবজি চাষে উদ্বুদ্ধ করণের মধ্য দিয়ে স্মার্ট ইকো ভিলেজের অগ্রগতি উৎযাপন বিষয়ে ব্যাপক আলোচনা  করা হয়।প্রশিক্ষণে ফিল্ড টেকনিকেল স্পেশালিষ্ট ইন্টিগ্রেটেড লাভলিহুড ফ্যাসালিটেটর হিসেবে এসব আলোচনা করেন মোঃহুমায়ুন কবীর।এছাড়াও প্রশিক্ষণ সহায়তাকারী হিসেবে উপস্থিত ছিলেন,মোরেলগঞ্জ এপি শাখার প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার,( বি,ডি,সি)জান্নাতুন নেসা পপি,সাংবাদিক নাজমুল তালুকদার সহ অন্যান্য প্রমূখ। প্রশিক্ষণে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে, প্রকৃতির কোন ক্ষতি না করে, প্রকৃতি চর্চা করে শস্য উৎপাদন বা পারমাকালচার ডিজাইন বিষয়ে প্রশিক্ষণে নিবিড় আলোচনা করা হয়। আর এ পদ্ধতি অনুসরণ করে ইকো ভিলেজ বা পরিবেশবান্ধব গ্রাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ভূমিকা রাখা যাবে বলে এপি সূত্র জানায়।প্রশিক্ষণে গ্রামের পরস্পরকে শ্রদ্ধা, সম্মান জানানো, বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করা, জৈব পদ্ধতিতে চাষাবাদ করা, বাড়ির আঙ্গিনার শতভাগ ব্যবহার করা, মাটি, পানি, বায়ু, শব্দ এবং আগুন ব্যবহারে  যত্নবান হওয়া, এলাকায় কর্মসংস্থানের সৃষ্টি করা, সামাজিক দ্বন্দ্ব নিরসন করা, জীববৈচিত্র সংরক্ষণ করা, বৃক্ষ নিধন প্রতিরোধ করা ও ব্যাপক বৃক্ষ রোপণ করা, পাখি শিকার না করা, জলজজীব রক্ষাসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় গ্রামের আপামর মানুষদের সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনায় নানা রকমের  কৌশল নিয়েও আলোচনা করেন প্রশিক্ষণ সহায়করা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

মোরেলগঞ্জে ইকো-ভিলেজ ও পারমাকালচার বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

Update Time : ১১:২৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
মোঃনাজমুল মোরেলগঞ্জ সংবাদদাতাঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ২ দিন ব্যাপী  ইকো- ভিলেজ ডিজাইন ও পারমাকালচার শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। (১৩  নভেম্বর) সকালে এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এপি  শাখার আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের কাঠালতলা এলাকার খালেক শেখের বাড়িতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি ম্যানেজার তপন কুমার মন্ডলের সভাপতিত্বে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। দূষণমুক্ত পদ্ধতিতে চাষাবাদসহ একটি সুন্দর প্রকৃতি ও পরিবেশবান্ধব ছবির মতো গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে  উপজেলার ৬ টি গ্রামের ২৫ জন ইকো- ভিলেজ সদস্যদের নিয়ে এই  প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সংস্থাটি। ২ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় আলোচ্য অর্গানিক কালচার ব্যবহার, স্যানিটারী পায়খানা ব্যবহার, প্রত্যেক পরিবারের বাড়ির আঙিনায় সবজি চাষ, গবাদি পশু-পাখি পালন, প্রত্যেকের জন্ম নিবন্ধন নিশ্চিতকরণসহ প্রতিটি পরিবারে ভার্মি কম্পোষ্ট তরল ও  অন্যান্য জৈবসার ব্যবহার এবং বিষমুক্ত ও রাসায়নিকমুক্ত ফলজ শাকসবজি চাষে উদ্বুদ্ধ করণের মধ্য দিয়ে স্মার্ট ইকো ভিলেজের অগ্রগতি উৎযাপন বিষয়ে ব্যাপক আলোচনা  করা হয়।প্রশিক্ষণে ফিল্ড টেকনিকেল স্পেশালিষ্ট ইন্টিগ্রেটেড লাভলিহুড ফ্যাসালিটেটর হিসেবে এসব আলোচনা করেন মোঃহুমায়ুন কবীর।এছাড়াও প্রশিক্ষণ সহায়তাকারী হিসেবে উপস্থিত ছিলেন,মোরেলগঞ্জ এপি শাখার প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার,( বি,ডি,সি)জান্নাতুন নেসা পপি,সাংবাদিক নাজমুল তালুকদার সহ অন্যান্য প্রমূখ। প্রশিক্ষণে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে, প্রকৃতির কোন ক্ষতি না করে, প্রকৃতি চর্চা করে শস্য উৎপাদন বা পারমাকালচার ডিজাইন বিষয়ে প্রশিক্ষণে নিবিড় আলোচনা করা হয়। আর এ পদ্ধতি অনুসরণ করে ইকো ভিলেজ বা পরিবেশবান্ধব গ্রাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ভূমিকা রাখা যাবে বলে এপি সূত্র জানায়।প্রশিক্ষণে গ্রামের পরস্পরকে শ্রদ্ধা, সম্মান জানানো, বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করা, জৈব পদ্ধতিতে চাষাবাদ করা, বাড়ির আঙ্গিনার শতভাগ ব্যবহার করা, মাটি, পানি, বায়ু, শব্দ এবং আগুন ব্যবহারে  যত্নবান হওয়া, এলাকায় কর্মসংস্থানের সৃষ্টি করা, সামাজিক দ্বন্দ্ব নিরসন করা, জীববৈচিত্র সংরক্ষণ করা, বৃক্ষ নিধন প্রতিরোধ করা ও ব্যাপক বৃক্ষ রোপণ করা, পাখি শিকার না করা, জলজজীব রক্ষাসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় গ্রামের আপামর মানুষদের সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনায় নানা রকমের  কৌশল নিয়েও আলোচনা করেন প্রশিক্ষণ সহায়করা