Dhaka ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে বিএনপির দলীয় সাইনবোর্ড টানিয়ে চলছে দখলদারি,

  • Reporter Name
  • Update Time : ০৭:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ৪৪ Time View

মোঃনাজমুল মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি নেতা আমির আলী তালুকদার এর নামে বিএনপির দলীয় সাইনবোর্ড ব্যাবহার করে ৯ টি দোকান দখলের অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১টায় এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারের ছেলে মাহমুদুল হাসান শুভ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে একটি লিখিত অভিযোগ তুলে ধরেন।তিনি তার লিখিত বক্তব্যে বলেন, মোরেলগঞ্জ পৌর শহরের নব্বইরশী বাসস্ট্যান্ডের মডেল মসজিদের সামনে পৈত্রিক ৫৬ শতক রেকর্ডিও জমি রয়েছে। ওই জমির একটি অংশে ৯টি দোকান ঘর তৈরি করে ২০০৭ সাল থেকে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাড়া দিয়ে আসছি। সেই জমিতে থাকা দোকানগুলো গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একই এলাকার যুদ্ধপরাধী মামলার আসামি ৪ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি আমির আলী তালুকদার ও তার লোকজন দখলে নেন। এ সময় তারা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত একটি সাইনবোর্ড টাঙিয়ে দলীয় প্রভাব খাটিয়ে বিএনপির অফিস হিসেবে ব্যবহার করেন। তার দুইদিন পরে উধাও হয়ে যায় সাইনবোর্ড। পরবর্তীতে ওই জমিতে পূর্বের ভাড়াটিয়া ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে বিএনপি নেতা আমির আলী নিজ দখলে নেন ৯টি দোকান এবং আদায় করা হয় তাদের কাছ থেকে ৬ লাখ টাকা। এ ছাড়াও ভাড়াটিয়াদের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন তারা।
মাহমুদুল হাসান আরো বলেন, আমার বাবা শিক্ষক। তারপরেও সাধারণ মানুষের পাশে থেকেছেন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের কর্মী ছিলেন। দল করাই কি ছিল তার অপরাধ? যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে, কারো জমি বাড়িঘর, ঘের দখল না করার। সেখানে দলের সাইনবোর্ড ব্যবহার করে প্রকাশ্যে দিবালোকে ৯টি দোকান দখল করলেন বিএনপি এ নেতা। এ ঘটনার প্রতিকার চেয়ে দলীয় নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন প্রশাসনের প্রতি ন্যায়বিচার দাবি করছি।
এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল বলেন, জমি নিয়ে বিরোধ, এটা তাদের পারিবারিক বিষয়। তবে, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমির আলী তালুকদার তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে জানান, তিনি কারো জমি দখল করেননি। উল্টো শাহবুদ্দিন তালুকদার জীবিত থাকাকালীন ২০১১ সালে তার জমি দখল করে নিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

মোরেলগঞ্জে বিএনপির দলীয় সাইনবোর্ড টানিয়ে চলছে দখলদারি,

Update Time : ০৭:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

মোঃনাজমুল মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি নেতা আমির আলী তালুকদার এর নামে বিএনপির দলীয় সাইনবোর্ড ব্যাবহার করে ৯ টি দোকান দখলের অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১টায় এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারের ছেলে মাহমুদুল হাসান শুভ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে একটি লিখিত অভিযোগ তুলে ধরেন।তিনি তার লিখিত বক্তব্যে বলেন, মোরেলগঞ্জ পৌর শহরের নব্বইরশী বাসস্ট্যান্ডের মডেল মসজিদের সামনে পৈত্রিক ৫৬ শতক রেকর্ডিও জমি রয়েছে। ওই জমির একটি অংশে ৯টি দোকান ঘর তৈরি করে ২০০৭ সাল থেকে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাড়া দিয়ে আসছি। সেই জমিতে থাকা দোকানগুলো গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একই এলাকার যুদ্ধপরাধী মামলার আসামি ৪ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি আমির আলী তালুকদার ও তার লোকজন দখলে নেন। এ সময় তারা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত একটি সাইনবোর্ড টাঙিয়ে দলীয় প্রভাব খাটিয়ে বিএনপির অফিস হিসেবে ব্যবহার করেন। তার দুইদিন পরে উধাও হয়ে যায় সাইনবোর্ড। পরবর্তীতে ওই জমিতে পূর্বের ভাড়াটিয়া ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে বিএনপি নেতা আমির আলী নিজ দখলে নেন ৯টি দোকান এবং আদায় করা হয় তাদের কাছ থেকে ৬ লাখ টাকা। এ ছাড়াও ভাড়াটিয়াদের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন তারা।
মাহমুদুল হাসান আরো বলেন, আমার বাবা শিক্ষক। তারপরেও সাধারণ মানুষের পাশে থেকেছেন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের কর্মী ছিলেন। দল করাই কি ছিল তার অপরাধ? যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে, কারো জমি বাড়িঘর, ঘের দখল না করার। সেখানে দলের সাইনবোর্ড ব্যবহার করে প্রকাশ্যে দিবালোকে ৯টি দোকান দখল করলেন বিএনপি এ নেতা। এ ঘটনার প্রতিকার চেয়ে দলীয় নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন প্রশাসনের প্রতি ন্যায়বিচার দাবি করছি।
এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল বলেন, জমি নিয়ে বিরোধ, এটা তাদের পারিবারিক বিষয়। তবে, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমির আলী তালুকদার তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে জানান, তিনি কারো জমি দখল করেননি। উল্টো শাহবুদ্দিন তালুকদার জীবিত থাকাকালীন ২০১১ সালে তার জমি দখল করে নিয়েছেন।