মোঃনাজমুল মোরেলগঞ্জ সংবাদদাতাঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে দেশি-বিদেশি অস্ত্রসহ সুমন শেখ (৩৫) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের বারশিবাওয়া গ্রাম থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। আসামি সুমন শেখ ওই গ্রামের মোশাররফ শেখের ছেলে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও সেনাবাহিনী সুমনের কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, পুলিশের ব্যবহৃত একটি স্বয়ংক্রিয় লাঠিসোটা, দুটি রামদা, একটি চাইনিজ কুড়াল ও দুটি পাইপ উদ্ধার করে। এ অভিযানে সেনাবাহিনীর মোরেলগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জাফরুল হাসান ও থানার ওসি মো. রকিবুল হাসান নেতৃত্ব দেন।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সুমন শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তলসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলাও হয়েছে।
শিরোনাম :
মোরেলগঞ্জে বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেফতার!
- Reporter Name
- Update Time : ১০:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- ৩৩ Time View
Tag :
আলোচিত