“মোস্তফা জানে রহমত পেহ লাখো সালাম “
পবিত্র ঈদে আজম,ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে রেজভীয়া প্রবাসী ঐক্য পরিষদ।
হেলাল উদ্দিন ভূঁইয়া,
সিনিয়র রিপোর্টার, বরুড়া
জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিনঃ
কুমিল্লা বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি জশনে জুলুসে খালি পায়ে হেঁটে জলসে জুলুস পালন করেন রেজভীয়া দরবার শরীফের পক্ষ থেকে দরবারের গদিনিসি শাহছুফি বদরুল আমিন রেজভী সুন্নী আল ক্বাদেরীর নেতৃত্বে ও উপজেলা কমিটির সভাপতি আবদুল কাদের রেজভীর সভাপতিত্বে বরুড়ায় বিশাল জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনেঃ রেজভীয়া দরবার শরীফ বরুড়া উপজেলা শাখা
স্থানঃ বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গন