মৌলভীবাজার জেলার বড়লেখায় সরকারি কোটি টাকার খাস জমি উদ্ধার করেছেন সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন।
মোঃনজরুল ইসলাম ক্রাইম রিপোর্টার মৌলভীবাজার জেলা প্রতিনিধি-
বড়লেখায় রাতের আঁধারে সরকারি খাস জমির সাইনবোর্ড সরিয়ে কোটি টাকার সরকারি ভূমি দখল করেন প্রবাসী ইসলাম উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে জবরদখলকৃত সেই ভূমিতে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করে সরকারি ভূমি উদ্ধার করেছেন সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন।
জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সায়পুর মৌজার ১ নং খাস খতিয়ানের ৬২০ নম্বর দাগের ১০ শতাংশ ভূমির উপর স্থাপিত ‘সরকারি ভূমি’ লিখা সাইনবোর্ড রাতের আঁধারে গ্রামের আব্দুল করিমের ছেলে প্রবাসী ইসলাম উদ্দিনের তত্ত্বাবধানে সমছ উদ্দিনের ছেলে বাবুল হোসেন সরিয়ে ফেলেন। পরবর্তিতে সেই সরকারি ভূমির উপর পাকা অবৈধ ঘর নির্মাণ করেন।
উপজেলা ভূমি প্রশাসন সেই অবৈধ স্থাপনা অপসারণের জন্য কয়েকবার মৌখিক নির্দেশ দিলেও তা অপসারণ না করা। অবশেষে বৃহস্পতিবার বিকেলে সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন পুলিশ নিয়ে প্রায় কোটি টাকা মূল্যের সেই সরকারি ভূমি উদ্ধার করেন। এসময় ওই ভূমির উপর নির্মিত অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন জানান, বন্দোবস্ত আবেদন করেই তারা ‘সরকারি ভূমি’ লিখা সাইনবোর্ড সরিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ করে। বারবার তাগিদ স্বত্ত্বেও তারা তা অপসারণ করেনি। বৃহস্পতিবার পুলিশ নিয়ে তিনি সেই সরকারি ভূমি উদ্ধার করি।
১৭/২/২০২৩
০১৭৯২৩০১৮৩০