ময়মনসিংহের ভালুকায় রাতের আধারে চার কবর থেকে কঙ্কাল চুরি নিয়ে গেছে দূর্বৃত্তরা।
মোঃ মমিনুল ইসলাম, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় রাতের আধাঁরে মা ও দুই ছেলেসহ চারটি কবর
খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে
শনিবার রাতে উপজেলার মেদুয়ারী গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল
পরিদর্শণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, (১২ ফেব্রুয়ারি) রোববার সকালে পথচারীরা
দেখতে পান উপজেলার মেদুয়ারী ইউনিয়নের মেদুয়ারী গ্রামের আরফান
আলী ও গিয়ার উদ্দিনের পারিবারিক কবরস্থান থেকে চারটি কবর খুঁড়ে
কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।
আরফান আলী জানান, প্রায় ৯ বছর আগে তার মা মানিকজান মারা যান।
তাছাড়া তার ভাই আলাল উদ্দিন ৬ বছর আগে ও আব্দুল ওয়াহাব এক বছর দুই
মাস আগে মারা যান। ও প্রতিবেশি গিয়াস উদ্দিন ওরফে গেনু শেখ গত
৬ মাস আগে মারা গেছেন। সংঘবদ্ধ চুরেরা রাতের আঁধারে চারটি কবর
থেকে লাশের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান,
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
ভালুকায় বিএনপির ১৮১ জনের নামে মামলা, আটক ২।
মোঃ মমিনুল ইসলাম, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় নাশকতার অভিযোগে বিএনপির ১৮১ নেতা-
কর্মীর নামে পুলিশের মামলা দায়ের। দুইজন আটক।
১২ ফেব্রুয়ারী, রোববার, যানবাহন ভাংচুর, নাশকতা ও পুলিশের কাজে
বাধা দেওয়ার অভিযোগে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই)
রেজাউল করিম বাদী হয়ে, ছয় জনের নাম উল্লেখ করে, আরও ১৭৫ জনকে
অজ্ঞাত আসামী করে এই মামলা দায়ের করেন। মামলা নং-১৪।
থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার ভালুকা-পারুলদিয়া
সড়কের পনাশাইল এলাকায় সড়ক অবরোধ করে যান-বাহনে ভাংচুর চালায়
আসামীরা। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে
বিএনপির নেতা-কর্মীরা তাদের কাজে বাধা দেয়। ওই সময় পুলিশ
ঘটনাস্থল থেকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান
রাসেল (৪০) ও মল্লিকবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য আজহার আলীকে (৪২)
আটক করে। আটককৃত রাকিবুল হাসান খান রাসেল ও আজহার আলীকে
আদালতে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, নাশকতার মামলায়
গ্রেপ্তার দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের
গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
মোঃ মমিনুল ইসলাম
প্রতিনিধি
ভালুকা,ময়মনসিংহ
১৩-০২-২০২৩
০১৭১৫-২৫৩৩৮৫