“যশোরের কেশবপুরে বৃষ্টি জুই নিউ ক্যাফে উদ্বোধন”
রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি –
যশোরের কেশবপুরে বৃষ্টি জুই নিউ ক্যাফে উদ্বোধন করা হয়েছে। উপজেলার নুড়িতলা বাজারে ওই ক্যাফে উদ্বোধন করা হয় রবিবার সন্ধ্যায়। চা-প্রেমীদের জন্য অভিনব এই রেসিপি নিয়ে এসেছে ভিন্ন এক স্বাদ। কেশবপুর হতে পাঁজিয়া বাজারের দিকে যেতে চোখ আঁটকে পড়বে এই দোকানের দিকে। মোহাম্মাদ আলী গোলদার মার্কেট, শরীফ মোড়ে যেখানে সারি সারি সাজানো মাটির কাপ এবং উত্তপ্ত কাপে পুড়ে যাওয়া চায়ের কড়া ঘ্রাণ আকৃষ্ট করবে যে কাউকে। এখানে পাওয়া যাচ্ছে বিখ্যাত সেই পোড়া মাটির কাপে সুস্বাদু চা। এক কাপ চা খেলে আবার খেতে মন চাবে। সুধু কি পোড়া মাটির কাপে চা তা কিন্তু নয়। আরো আছে সকালে ভোনা খেচুরী,রুটি,ছোলা,সিংগেড়া,বেগু নি, আলুর চপ, ঠান্ডা পানীয়, ফালুদাসহ ফার্স্টফুড পাওয়া যাবে।
বৃষ্টি জুই নিউ ক্যাফের শরিফুল ইসলাম জানান, বর্তমানে আমাদের দেশের বিভিন্ন জায়গায় পোড়া মাটির কাপে চা পাওয়া গেলেও কেশবপুরে এই প্রথম পোড়া মাটির কাপে চা বিক্রি শুরু করছি আমি।