যশোরের বেনাপোল ইমিগ্রেশনে ভারত ফেরত বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত।
আঃজলিল, স্টাফ রিপোর্টারঃ–
যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত মোঃ সাদ্দাম শেখ (১৯) বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা ভাইরাসের পজেটিভ শনাক্ত হয়েছে। রাপিড এন্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ নয়। বৃহ:স্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫ টার সময় করোনা আক্রান্ত যাত্রীকে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর আইসোলেশনে নেওয়া হয়েছে। আক্রান্ত সাদ্দাম শেখ খুলনা মধ্যোডাঙ্গা দৌলতপুরের মুনসুর শেখের ছেলে।
ইমিগ্রেশন সুত্রে, আক্রান্ত সাদ্দাম শেখ গত ১ মাস আগে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের হায়দ্রাবাদে গিয়েছিলো টুরিস্ট ভিসায়। আজ বিকালে ভারত ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করার পর বেনাপোল ইমিগ্রেশনে আসলে তার শারীরিক অবস্থা সন্দেহভাজন লাগলে র্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হয় এবং করোনা সংক্রমন ধরা পড়ে। শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী ও বেনাপো ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের সহকারী কর্মকর্তা হাসানুজ্জামান জানান, শনাক্ত হওয়া করোন রোগী খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা। বিকালে সাদ্দাম শেখ নামে একজন পাসপোর্ট যাত্রীর করোনা পজেটিভ শনাক্ত হয়। পরে তাকে যশোর সদর হাসপাতালের করোনা ইউনিট আইসোলেশন কেয়ারে নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে সতর্কতার সাথে কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ। এদিকে যাত্রীর শরীরে করোনা পজেটিভ খবরে মুহূর্তে ইমিগ্রেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। নড়েচড়ে বসেন স্বাস্থ্য কর্মীরা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন অফিসার ইনচার্জ আবুল কালাম আযাদ বিষয়টি নিশিত করেছেন ভারত থেকে ফেরত ফিরে আসা পাসপোর্ট যাত্রীর করোনা পজেটিভ শনাক্তের বিষয়টি।
প্রেরক,
আঃজলিল