যারা নির্বাচিত হতে পারেনি তারাই প্রতিমা ভেঙেছে- আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি।
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি –
ঠাকুরগাঁও বালিডাঙ্গী উপজেলায় ১২ টি মন্দিরের ১৪ প্রতিমা ভাঙচুরের ঘটনায় শনিবার সিন্দির পিন্ডির হরিবাসর মন্দির পরিদর্শনে এসে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন সাত সাতবারের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি। মতবিনিময় সভায় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খাইরুল আনাম, বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তরুণ ছাত্রনেতা মমিনুল ইসলাম সুমন, বালিয়াডাঙ্গা উপজেলার সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান শামীম, ৩ নং ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান নুপুর কুমার চ্যাটার্জী, ২ নং চারোল ইউনিয়নের চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, ঠাকুরগাঁও জেলা পরিষদের সাবেক সদস্য মইনুল হক,ধনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল রব্বানী, চারোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সাহেদী,
সিন্দির পিন্ডির হরিবাসর মন্দিরের সভাপতি যতীন্দ্রনাথ সিংহ সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় সংসদ আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি বলেন,যারা মনে করে আমরা নির্বাচিত হলে তাদের ক্ষতি হবে, তাদের আশা পূর্ণ হবে না এজন্যেই চক্রান্ত করে তারা পরিকল্পিত ভাবে ঘটনাটি ঘটিয়েছে। তারা ভাবছে এটি করলে হয়তো তারা জিততে পারবে কিন্তু এটি হবে না বরং মানুষ তাদের কে উল্টো ভাবছে।
আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের ধরার জন্য চেষ্টা করছে খুব অল্প সময়ে উনারা অপরাধীরদের আইনের আওতায় আনবেন।
জসীমউদ্দীন ইতি
০১৭৫১-০৭৯৮৮২৩
ঠাকুরগাঁও