রাজস্থলী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স উদ্ধোধন।
মোঃ সুমন রাজস্থলী –
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স উদ্ধোধন করেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।১৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ঘঠিকার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী আয়োজিত ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স ২০২২ উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস। প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, প্রকাশনা কর্মকর্তা মোঃ আব্দুল জলিল মল্লিক (চঃদা)। অনুষ্ঠিত মৌলিক প্রশিক্ষণ কোর্স তিন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য-সদস্যা গণ উপস্থিত ছিলেন। আগামী ১৭ নভেম্বর শেষ হবে।