Dhaka ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দিতে ট্রেন ভাড়া করলেন- এমপি মুন্না।

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
  • ৪১৬ Time View
রাজশাহী প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দিতে ট্রেন ভাড়া করলেন- এমপি মুন্না।
মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আগামী ২৯ শে জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে ১৫ বগির একটি বিশেষ ট্রেন ভাড়া করলেন এমপি-মুন্না। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। উক্ত সমাবেশে যোগ দিতে নেতাকর্মীদের অসুবিধার কথা চিন্তা করে সিরাজগঞ্জ-২ ( সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক  ডা. হাবিবে মিল্লাত মুন্না ১৫ বগির একটি বিশেষ ট্রেন ভাড়া করে নিজ সংসদীয় আসনের নেতাকর্মীদের নিয়ে যেতে এই পদক্ষেপ নিয়েছেন । ট্রেনটি ভাড়া নিতে ২ লাখ ৭৫ হাজার টাকা খরচ করেছেন তিনি। সিরাজগঞ্জ বাজার রেল স্টেশন থেকে সকাল ৯টায় ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে বলে জানা গেছে। ট্রেনটি পথে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে ১৫ মিনিট বিরতি দেবে। সেখানে ওই এলাকার নেতাকর্মীদের ট্রেনে ওঠার সুযোগ থাকবে। পরবর্তীতে বিরামহীনভাবে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা করবে।
প্রধানমন্ত্রীর জনসভা শেষে আবার দলীয় কর্মীদের নিয়ে একই ট্রেনে সিরাজগঞ্জে ফিরে আসবেন সংসদ সদস্য হাবিবে মিল্লাত। ঐতিহাসিক সমাবেশকে সফল করার লক্ষে সিরাজগঞ্জ জেলা থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী রাজশাহী যাবেন বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। সোমবার (২৩ জানুয়ারি) সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের ইনচার্জ মাসুদ রানা ট্রেন ভাড়া নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাসুদ রানা বলেন, ২৯ তারিখে রাজশাহী যাওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ১৫ বগির একটি বিশেষ ট্রেন ২ লাখ ৭৫ হাজার টাকায় ভাড়া করেছেন। ট্রেনটি সিরাজগঞ্জ থেকে রাজশাহীর জন্য সকাল ৯টায় ছেড়ে যাবে। তিনি আরও বলেন, সমাবেশের দিন রবিবার হওয়ায় সিল্কসিটি বন্ধ থাকার কারণে বিশেষ ট্রেনটি যাতায়াতে শিডিউলের কোনো সমস্যা হবে না। এছাড়াও ১৫ বগিতে যতগুলো আসন আছে তার সবগুলো আসনের ভাড়া দিয়েই ট্রেনটি নিতে হয়েছে। মাসুদ রানা আরো বলেন, ‘অতিরিক্ত বগির চাহিদা থাকলে সেটা দেওয়া যাবে কিনা সেটা নির্ভর করবে সেই মুহূর্তে অতিরিক্ত বগি আছে কিনা তার ওপরে। যদি থাকে সেটাও অন্যান্য বগির মতোই ভাড়ায় নিতে হবে।’
খোঁজ নিয়ে জানা গেছে, ট্রেনের প্রতিটি বগিতে প্রায় ২৫০টি করে আসন রয়েছে। তবে সংসদ সদস্যের নির্বাচনী এলাকা থেকে প্রায় ৫ হাজার নেতাকর্মী রাজশাহীর ওই জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, ঐতিহাসিক সমাবেশ সফল করার জন্য আমি এই বিশেষ ট্রেনের ব্যায়ভারসহ সমাবেশে যোগদানকারি আমার নির্বাচনী এলাকার সব নেতাকর্মীদের আপ্যায়নের ব্যবস্থাও করেছি। সুযোগ থাকলে ট্রেনের বগিও বৃদ্ধি করার চেষ্টা করা হবে।’
ইতোমধ্যেই সমাবেশকে ঘিরে সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

রাজশাহী প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দিতে ট্রেন ভাড়া করলেন- এমপি মুন্না।

Update Time : ০৭:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
রাজশাহী প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দিতে ট্রেন ভাড়া করলেন- এমপি মুন্না।
মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আগামী ২৯ শে জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে ১৫ বগির একটি বিশেষ ট্রেন ভাড়া করলেন এমপি-মুন্না। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। উক্ত সমাবেশে যোগ দিতে নেতাকর্মীদের অসুবিধার কথা চিন্তা করে সিরাজগঞ্জ-২ ( সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক  ডা. হাবিবে মিল্লাত মুন্না ১৫ বগির একটি বিশেষ ট্রেন ভাড়া করে নিজ সংসদীয় আসনের নেতাকর্মীদের নিয়ে যেতে এই পদক্ষেপ নিয়েছেন । ট্রেনটি ভাড়া নিতে ২ লাখ ৭৫ হাজার টাকা খরচ করেছেন তিনি। সিরাজগঞ্জ বাজার রেল স্টেশন থেকে সকাল ৯টায় ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে বলে জানা গেছে। ট্রেনটি পথে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে ১৫ মিনিট বিরতি দেবে। সেখানে ওই এলাকার নেতাকর্মীদের ট্রেনে ওঠার সুযোগ থাকবে। পরবর্তীতে বিরামহীনভাবে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা করবে।
প্রধানমন্ত্রীর জনসভা শেষে আবার দলীয় কর্মীদের নিয়ে একই ট্রেনে সিরাজগঞ্জে ফিরে আসবেন সংসদ সদস্য হাবিবে মিল্লাত। ঐতিহাসিক সমাবেশকে সফল করার লক্ষে সিরাজগঞ্জ জেলা থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী রাজশাহী যাবেন বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। সোমবার (২৩ জানুয়ারি) সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের ইনচার্জ মাসুদ রানা ট্রেন ভাড়া নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাসুদ রানা বলেন, ২৯ তারিখে রাজশাহী যাওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ১৫ বগির একটি বিশেষ ট্রেন ২ লাখ ৭৫ হাজার টাকায় ভাড়া করেছেন। ট্রেনটি সিরাজগঞ্জ থেকে রাজশাহীর জন্য সকাল ৯টায় ছেড়ে যাবে। তিনি আরও বলেন, সমাবেশের দিন রবিবার হওয়ায় সিল্কসিটি বন্ধ থাকার কারণে বিশেষ ট্রেনটি যাতায়াতে শিডিউলের কোনো সমস্যা হবে না। এছাড়াও ১৫ বগিতে যতগুলো আসন আছে তার সবগুলো আসনের ভাড়া দিয়েই ট্রেনটি নিতে হয়েছে। মাসুদ রানা আরো বলেন, ‘অতিরিক্ত বগির চাহিদা থাকলে সেটা দেওয়া যাবে কিনা সেটা নির্ভর করবে সেই মুহূর্তে অতিরিক্ত বগি আছে কিনা তার ওপরে। যদি থাকে সেটাও অন্যান্য বগির মতোই ভাড়ায় নিতে হবে।’
খোঁজ নিয়ে জানা গেছে, ট্রেনের প্রতিটি বগিতে প্রায় ২৫০টি করে আসন রয়েছে। তবে সংসদ সদস্যের নির্বাচনী এলাকা থেকে প্রায় ৫ হাজার নেতাকর্মী রাজশাহীর ওই জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, ঐতিহাসিক সমাবেশ সফল করার জন্য আমি এই বিশেষ ট্রেনের ব্যায়ভারসহ সমাবেশে যোগদানকারি আমার নির্বাচনী এলাকার সব নেতাকর্মীদের আপ্যায়নের ব্যবস্থাও করেছি। সুযোগ থাকলে ট্রেনের বগিও বৃদ্ধি করার চেষ্টা করা হবে।’
ইতোমধ্যেই সমাবেশকে ঘিরে সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।