রাজশাহী বাঘায় পদ্মার দূর্গম চরে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আবুল হাশেম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ
মাঘের হাড় কাঁপানো তীব্র শীত অন্যদিকে অসময়ে নদী ভাঙ্গনে বিপর্যস্ত বাঘার পদ্মার চরের জনজীবন। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে সেভিয়র ফাউন্ডেশন এবং রেডিও বড়াল যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও হতদরিদ্র শীতার্ত চরবাসীদের মাঝে উষ্ণতার পরশ কম্বল বিতরণ করা হয়।
সোমবার (২৩ জানুয়ারি) রাজশাহী জেলার বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মার চরের বিভিন্ন গ্রামে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা পৌরসভার ১ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো. কামাল হোসেন। সংগঠনটির সভাপতি সরকার শাহিন মাহমুদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠান উপ-কমিটির আহবায়ক মাসুদ রানা যুগ্ম সাধারণ সম্পাদক, সমন্বয়ক মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিদুজ্জামান শোভন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রাকিব, সম্মানিত সদস্য মোঃ তুহিন উদ্দিন, আহসান হাবিব রুবেল, শিশ মাহমুদ, তন্ময় মাহমুদ, নাহিদ, স্থানিয় প্রতিনিধি সবুজ বিশ্বাস, মিলন এবং রেডিও বড়ালের প্রতিনিধিবৃন্দ।
শিরোনাম :
রাজশাহী বাঘায় পদ্মার দূর্গম চরে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
- Reporter Name
- Update Time : ০৭:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
- ৪৩৩ Time View
কর্ণহার ও দামকুড়া থানা পরিদর্শন করলেন পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান।
সারওয়ার জাহান ফরহাদ, রাজশাহী প্রতিনিধিঃ
আজ ২৪ জানুয়ারি ২০২৩ পূর্বাহ্নে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্ণহার ও দামকুড়া থানা পরিদর্শন করেন। এসময় উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জনাব বিভূতি ভুষণ বানার্জী পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান এবং অফিসার ইনচার্জগণ নিজ নিজ থানায় পুলিশ কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। এছাড়াও পুলিশ কমিশনার মহোদয় মহানগরীর মোল্লপাড়ায় আরএমপি’র প্রস্তাবিত নতুন পুলিশ লাইন্স পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) ড. মো: রুহুল আমিন সরকার, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) জনাব মো: আরিফুল ইসলাম, দুই থানার অফিসার ইনচার্জগণ-সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Tag :
আলোচিত