রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিদি:
রামগঞ্জের পানিয়ালা বাজারে ডাকাতির প্রস্তুতিকালে ৫ কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করছেন বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী৷ এ সময় তাদের কাছে দেশীয় দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেন৷ শুক্রবার(৯আগস্ট) রাত ৯ টার দিকে তাদের বাজার এলাকা থেকে আটক করা হয়৷ আটককৃত হল পারভেজ (১৫),রিয়াদ( ১৪), সাব্বির(১৬)নাসির(১৬)
ও সামির তাদের বাড়ি ৩নং ভাদুর
ইউনিয়নের মধ্য ভাদুর ও কেথুড়ী গ্রামের৷
আটকের সময় ৩ জন পালিয়ে যায়।
এলাকাবাসী জানায়,সন্ধ্যার পর হইতে বাজারে বহু অপরিচিত লোকজনকে দেখা গিয়েছে ৫ কিশোর আটক হওয়ার পরই তারা বাজার থেকে পালিয়ে যায়। এদেরকে আটক না করলে আজ বাজারে বা এলাকায় অনেক বড় ধরনের অঘটন ঘটার সম্ভাবনা ছিল।
পরে ব্যবসায়ী ও এলাকাবাসী তাদেরকে সেনাবাহিনী হাতে সর্পদ করেন৷
এলাকাবাসীর মাঝে এখনো আতংক কাটেনি
সবাই যার যার অবস্থান থেকে সতর্ক থাকুন,
এবং যান মালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করুন।