মেহেদি হাসান নয়ন, বাগেরহাট
বাগেরহাটের দুর্ধর্ষ চোর চক্রের মূলহোতাসহ ০৩ জনকে গ্রেফতার করেছে, এ সময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে র্যাব-৬
র্যাব-৬ সদর কোম্পানি খুলনার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিগত সহয়তা এবং গভীর তদন্তে মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাকে চিহ্নিত করতে এবং চক্রটির চুরির কার্যপদ্ধতির রহস্য উদঘাটন করতে সক্ষম হয়। আভিযানিক দলটি গত ২৭ মে ২০২৩ তারিখ খুলনা জেলার রূপসা থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চোরচক্রের মূলহোতা অহিদুল শেখ সহ
তার ২ সহযোগীকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে একটি চোরাই পালসার ১৫০ সিসি মোটরসাইকেল ও মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত ২১ (একুশ) টি বিশেষ ‘মাস্টার কি’ জব্দ করা হয়।